PHP String Functions Part 1 - Bengali

771 visits



Outline:

PHP String ফাংশন (প্রথম ভাগ) strlen(string) এই ফাংশন string -এর মোট অক্ষর সংখ্যা গণনা করে, যাতে সংখ্যা এবং ফাঁকা স্থানও গন্য করা হয় mb_substr(string,starting_position,no_of_characters) এই ফাংশন string থেকে একটি নির্দিষ্ট অক্ষর নেয় এবং সেটির আগের নির্দিষ্ট সংখ্যক অক্ষর নেয় explode("delimiter",string) এই ফাংশন একটি string কে array বিভক্ত করে string টিকে কোথায় ভাঙ্গতে হবে তা বোঝাতে Delimiter ব্যবহার করা হয় implode(string,"delimiter") এই ফাংশন এরে যুক্ত করে ।